• image

সুন্দর আগামীর পথ প্রদর্শক


মানব সভ্যতা যখন বিস্ময়কর সম্ভাবনা নিয়ে নতুন শতাব্দিতে এসে দাঁড়িয়েছে তখন আমাদের দেশের তরুণ প্রজন্মের বিশাল এবং উল্লেখযোগ্য অংশ আক্রান্ত এক সর্বনাশা মরণ নেশায়, যে নেশা মাদকের। এক গভীর ষড়যন্ত্রের শিকার আমাদের দেশের তরুণেরা। যে দেশের তরুণদের রয়েছে ভাষা ও স্বাধীনতার জন্য যুদ্ধ করার গৌরবময় সোনালী ইতিহাস। সে দেশের তরুণদের আজ মাদক দ্বারা ধ্বংস করে দেয়ার জন্য চলছে গভীর ষড়যন্ত্র ও জাতিকে পঙ্গু করার নীল নকশা। মাদকের যন্ত্রনায় ভূগছে লাখো পরিবারের স্বপ্ন। মাদকের হাত থেকে বেরিয়ে আসার সাহস, শক্তি সব হারিয়ে ফেলছে তরুণ সমাজ। এমতাবস্তায় দেশের সিরাজগঞ্জ ও পাবনা জেলায় সরকার কর্তৃক অনুমোদিত সর্বপ্রথম বেসরকারী " ডি টি সি " মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ( DRUG TREATMENT CENTER - DTC ) এগিয়ে এসেছে। সম্পূর্ণ নিরাপদ,স্বাস্থ্যসম্মত এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠান দেশের প্রতিটি মাদকসেবীকে সূস্থ্য স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা অঙ্গিকারবদ্ধ। মাদিকাসক্তি এক ধরনের মানসিক রোগ। মাদকাসক্ত ব্যক্তি খারাপ নয়, পাগল ও নয় কিন্তু, সে অসুস্থ। তাকে সু-চিকিৎসা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এই মূলমন্ত্র ১৫-১৭ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জনবল এবং দেশের খ্যাতনামা মাদকাসক্তি এবং মনোরোগের চিকিৎসকদের সমন্বয়ে, সকল আধুনিক সুযোগ সুবিধা, উন্নত পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার এর সুবিধা নিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রানকেন্দ্রে বিসিক বাসস্ট্যান্ড মনি কমপ্লেক্স এ অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের সাফল্য নজির উদাহারন স্বরূপ। ধর্মীয় শিক্ষার আলোকে পরিচালিত এবং একজন মাদকাসক্তকে শুধু মাদকমুক্ত নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার সব ধরনের সহযোগীতা করা হয়। চিকিৎসা পরবর্তী সেবা এবং মনিটরিং করার মাধ্যমে একটি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।