ব্লগের বিস্তারিত

লক্ষ্য হলে মাদক থেকে মুক্তি, রাষ্ট্র পাবে তারুণ্যনির্ভর দক্ষ জনশক্তি

লক্ষ্য হলে মাদক থেকে মুক্তি, রাষ্ট্র পাবে তারুণ্যনির্ভর দক্ষ জনশক্তি

একটি সমাজের,একটি দেশের,একটি জাতির প্রধান শক্তি ও নির্ভরতার প্রতিক হচ্ছে তার তরুন সমাজ । এই তরুন সমাজ জেগে উঠলে,জেগে ওঠে একটি সমাজ,একটি দেশ,একটি জাতি । আর এই তরুন সমাজ যদি হয় বিপদগ্রস্ত,বিভ্রান্ত তাহলে সেই সমাজের,সেই দেশের উন্নয়ের পথ হয়ে যায় ভঙ্গুর। ঠিক এই সমস্যাটিই গত কয়েক বছর ধরে আমাদের সমাজ তথা দেশের প্রধান একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে । অর্থাৎ তরুন সমাজের বিপথে চলে যাওয়া ।

আর তাদের বিপথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব চেয়ে বেশি যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে মাদক । যার ভয়াল থাবায় নিঃশ্বেষ হয়ে গিয়েছে অগনিত পরিবার। যৌবনের আলোয় ঝলমল করে জ্বলতে থাকা অগণিত তরুন তরুনীর জীবন ছেয়ে গেছে ঘোর অন্ধকারে । অনেকেই পরিবার,সমাজ থেকে ছিটকে গিয়ে ঠাই করে নিয়েছেন অন্ধকার গলিতে।নিজের অজান্তেই জড়িয়ে যাচ্ছেন অবৈধ সব কাজে। তাই আমাদের সকলের উচিৎ এই মাদক সম্পর্কে সবাই কে সচেতন করা।

আপনাদের পাশে আছে "ডিটিসি" মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
মনি কমপ্লেক্স, বিসিক বাসস্ট্যান্ড, শাহজাদপুর, সিরাজগঞ্জ।