মাদক সংক্রান্ত তথ্য

মাদকাসক্তির কারন

  • দলগত চাপ বা মাদকাসক্ত সঙ্গী সাথীদের প্রভাব ও প্রলোভন।
  • মাদকদ্রব্যের প্রতি কৌতূহল,অজ্ঞতা,অসচেতনতা,মূল্যবোধের অবক্ষয় এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব।
  • পারিবারিক দ্বন্দ্ব,কলহ,অবিশ্বাস ও অশান্তি।
  • দুর্বল ব্যক্তিত্ত্ব এবং মানসিক চাপ সহ্য করার ক্ষমতার অভাব
  • পরিবারের অন্যদের মাদক গ্রহন,মাদক ব্যবসায় জড়িত থাকা
  • পরিবারে অপসংস্কৃতির চর্চা এবং অভিভাবকের নীতিহীনতা
  • অভিভাবকদের উদাসীনতা,অবহেলা,অতিশাসন কিংবা অতি আদর
  • বিবাহ বিচ্ছেদ,বহু বিবাহ এবং পরিবার ভেঙ্গে যাওয়া
  • অপরাধ সম্পৃক্তটা ও অবৈধ উপার্জন
  • বংশগত প্রভাব ও ব্যক্তিবিশেষের বিশেষ জৈব রাসায়নিক অবস্থা
  • মাদকের সহজ লভ্যতা